লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি: যুক্তরাজ্যের লন্ডনে ব্যাপক আয়োজনে পিকনিক ও পারিবারিক মিলনমেলা সম্পন্ন করেছে দেশটিতে বসবাসরত নরসিংদী জেলার বাসিন্দাদের সংগঠন 'নরসিংদী কমিউনিটি ইন ইউকে'।
বৃহস্পতিবার (০৮ আগস্ট ২০২৪) সংগঠনটির পক্ষ থেকে 'আমরা সবাই রাজা' - এই স্লোগানকে সামনে রেখে লন্ডনের ক্লাকটন সী বীচে অনাড়ম্বর পিকনিকটি অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাড়ে তিনশর বেশি নরসিংদীবাসী এ আয়োজনে উপস্থিত ছিলেন।
আর এই বনভোজন আয়োজনের প্রধান সমন্বয়কারী হিসেবে ছিলেন- আব্দুল মতিন মিয়া, মো: কামাল হোসেন হিমু, মো: সাইফুল ইসলাম, মো: আতাউর রহমান, আতিকুর রহমান, মো: রমিজ উদ্দিন। অনান্যের মধ্যে মো: কাজল মাহমুদ, মো: খোকন সরকার, শাহীন খান, এনসান আহমেদ, সোহাগ সরকার, হামিম মিয়া, মিলন উদ্দিন, বদরুল আলম নয়ন ,ওয়াসিম মিয়া, মুস্তাফিজুর রহমান, শরিফ সাইদুল খান প্রমুখসহ নরসিংদী কমিউনিটি ইন ইউকের সদস্যবৃন্দ এ আয়োজনে উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় অন্যতম প্রধান সমন্বয়কারী আব্দুল মতিন মিয়া বিনিয়োগবার্তাকে জানান, বনভোজনের মাধ্যমে নরসিংদীবাসীর মিলনমেলা মনে হচ্ছিল যেন লন্ডনের বুকে এক টুকরো বাংলাদেশ। এই বনভোজনের আকর্ষণীয় আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন ধরনের মজাদার খাবার বিতরণ, নারী-পুরুষ ও বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা বাংলার সংস্কৃতিকে মনে করে দেয়। এছাড়াও অংশগ্রহনকারীদের জন্য ছিল র্যাফেল ড্র।
তিনি বলেন, সকলর সম্মিলিত প্রয়াসের ধারাবাহিকতায় ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিতে বদ্ধপরিকর নরসিংদীবাসী ইন ইউকে।
পিকনিক অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
বিনিয়োগবার্তা/গাজী/শামীম//