Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 14 Aug 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: উচ্চাভিলাষী অর্থনৈতিক পরিকল্পনা ‘ভিশন ২০৩০’ অনুসারে বিনিয়োগ আইনে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে সৌদি আরব। মূলত বিদেশীদের আকৃষ্ট করতে একাধিক কাঠামোগত সংস্কারসহ সামগ্রিক বিনিয়োগ পরিবেশ সহজ করেছে দেশটি। খবর: আরব নিউজ। 

সংশোধিত আইনটি বিদ্যমান বিনিয়োগ অধিকার ও স্বাধীনতাকে একীভূত ফ্রেমওয়ার্কের মধ্যে সংহত করছে। এর মাধ্যমে ব্যবসায়িক কার্যকলাপ সহজ হওয়ার পাশাপাশি আরো স্বচ্ছতা আসবে।

হালনাগাদকৃত আইনে আইনের শাসন, ন্যায্য আচরণ ও সম্পত্তির অধিকারে আরো সুরক্ষা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। যেখানে মেধা সম্পদের দৃঢ় সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। এমনকি তহবিল স্থানান্তর আগের চেয়ে সহজ করা হচ্ছে।

ব্যবসায়িক কার্যকলাপে প্রাথমিক ধাপ হিসেবে লাইসেন্স প্রাপ্তির জটিল নিবন্ধন প্রক্রিয়াকে সহজ করা হয়েছে এ আইনে। এর সঙ্গে সরকারি লেনদেন ও বিনিয়োগ পদ্ধতিতে গতি আনতে নতুন পরিষেবা কেন্দ্র চালু হবে।

সৌদি আরবের আইনে বিনিয়োগকে সমর্থন করে এমন একগুচ্ছ পদক্ষেপও নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বেসরকারি লেনদেন আইন, বেসরকারি খাতে অংশগ্রহণ বিষয়ক আইন, কোম্পানি আইন ও দেউলিয়া আইনের সংস্কার। বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিষয়েও সিদ্ধান্ত রয়েছে এতে।

হালনাগাদ এ আইন প্রসঙ্গে দেশটির বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল-ফালিহ জানান, সৌদি আরবে বিনিয়োগকারীদের স্বাগত জানাতে ও নিরাপদ পরিবেশ তৈরি করতে আইনে সংস্কার আনা হয়েছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও একটি প্রধান বৈশ্বিক বিনিয়োগের গন্তব্য হিসেবে অবস্থানকে উন্নত করার জন্য সৌদি আরবের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।

তার মতে, ‘ভিশন ২০৩০’-এ উল্লিখিত নীতি ও নির্দেশিকা নিশ্চিতভাবে বিনিয়োগের আত্মবিশ্বাস দেয়। এমন একসময় তারা বিনিয়োগকারীরা নিশ্চয়তা পাচ্ছে যখন বিশ্বের অনেক বাজার অস্থিরতা কাটানোর চেষ্টা করছে।

সৌদি বিনিয়োগ কর্তৃপক্ষ বলছে, আইন অনুসারে দেশটিতে প্রতিযোগিতার ন্যায্য পরিবেশ বজায় থাকবে। যেখানে দেশীয় ও আন্তর্জাতিক উভয় বিনিয়োগকারীদের জন্য সমান আচরণ নিশ্চিত করা হবে।

সৌদি আরবের বিনিয়োগবান্ধব নীতিগুলো এরই মধ্যে উল্লেখযোগ্য সক্ষমতা দেখিয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। আগের বছরের তুলনায় ২০২৩ সালে দেশটিতে গ্রস ফিক্সড মূলধন ৭৪ শতাংশ বেড়ে প্রায় ৩০ হাজার কোটি ডলার হয়েছে। এছাড়া প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) ২০১৭ সালের ৭৪৬ কোটি ডলারের তুলনায় ১৫৮ শতাংশ বেড়ে গত বছর ১ হাজার ৯৩০ কোটি ডলার হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//