Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 16 Aug 2024 06:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশী নাগরিককে মুক্ত করার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টার।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) গণমাধ্যমে আইএইচআরসি পরিচালক (মিডিয়া অ্যান্ড ইনফরমেশন) বিপ্লব পার্থ স্বাক্ষরিত বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, অ্যাম্বাসেডর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান এবং নির্বাহী পরিচালক (প্রশাসন) সাইফুদ্দিন সালাম মিঠু।

বিবৃতিতে বলা হয়, দেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্রদের হত্যা ও দমনের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এরই প্রেক্ষিতে ৫৭ বাংলাদেশীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। আমরা বিশ্বাস করি, প্রবাসে কোনো বাংলাদেশী ক্ষতিগ্রস্ত হলে বা আইনগত জটিলতায় পড়লে আইনগত সহায়তা পাওয়ার অধিকার তাদের রয়েছে। সে হিসেবে বাংলাদেশ সরকার ও দূতাবাসের দায়িত্ব হচ্ছে নিজ দেশের নাগরিকদের সহায়তা করা।

আইএইচআরসি মনে করে, এ অবস্থায় তাদেরকে আইনগত সহায়তা দেয়া এবং কুটনৈতিক আলোচনা করা খুবই জরুরি। তাই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিনিয়োগবার্তা/এসএএম//