Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 20 Aug 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শাকসবজিসহ খাদ্য পণ্য রপ্তানি অব্যাহত থাকলে একদিকে যেমন ব্যবসায়ীরা লাভবান হবেন, অন্যদিকে শক্তিশালী হবে দেশের রেমিটেন্স। তাই দেশীয় পণ্যের রপ্তানি বাড়াতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাণিজ্যিক আলোচনা জোরদারের দাবি প্রবাসীদের।

গত শুক্রবার (১৬ আগস্ট) আজমান নাঈমিয়া এলাকায় বাংলাদেশি মালিকানাধীন হক গ্রুপের প্রতিষ্ঠান ওবায়দুল হক গ্রোসারির শুভ উদ্বোধনকালে বক্তারা আরব আমিরাতের আইন-কানুনের প্রতি শ্রদ্ধা রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য রপ্তানি বৃদ্ধির কথা বলেন।

ওবায়দুল হক গ্রোসারি শপের ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ এয়াকুব সৈনিক।

উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মেহাম্মদ ওবাইদুল হক, বাংলাদেশ বিজনেস ফোরাম আজমানের সভাপতি কামাল হোসেন সুমন, প্রতিষ্ঠানের পরিচালক শহিদুল হক, এমদাদুল হক, ওমর ফারুক, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সংগঠক আবুল কাশেমসহ বাংলাদেশ কমিউনিটির অনেকে।

ওবায়দুল হক গ্রোসারি শপের চেয়ারম্যান ওবায়দুল হক সবার দোয়া ও সহযোগিতা কামনার পাশাপাশি আমিরাতে বন্ধ ভিসার দ্বার উন্মুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বিনিয়োগবার্তা/এসএএম//