বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : গত শুক্রবার আল আকসা মসজিদে জুমার নামাজ বন্ধ করে দিলো ইসরাইল কর্তৃপক্ষ । এতে জুমার নামাজ পড়তে আসা ১০ হাজারের ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
মুসলিম,খ্রিস্টান ও ইহুদিদের একত্রিত তীর্থস্থান এই পবিত্র আল আকসা মসজিদ।
শুক্রবার জেরুজালেমে এক রক্তক্ষয়ী গুলিবিনিময়ের পর পরপরই জুমার নামাজ বন্ধ করে দেয় ইসরাইল। পরে মসজিদটি বন্ধের কথা জানানো হয়।
আলজারিরায় বলা হয়, গতকাল প্রথমে ইসরাইলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নাগরিক নিহত হন। পরে ফিলিস্তিনিদের গুলিতে দুই ইসরাইলি পুলিশ নিহত হয়। পাল্টাপাল্টি এই হামলা ও হতাহতের ঘটনার জেরে মসজিদ বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।
(এম আর / ১৫ জুলাই, ২০১৭)