Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: নতুন দুই গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। শহীদুল্লাহ ফরায়েজির কথায় গান দুটোর সুর-সংগীত করেছেন আলাউদ্দিন আলী ও জুয়েল মোর্শেদ। গান দুটি প্রকাশ হবে আসছে পহেলা বৈশাখ উপলক্ষে।

আঁখি আলমগীর বলেন, ‘বাংলা বছরের শুরুতেই নতুন দুটি গান প্রকাশ করতে যাচ্ছি। নতুন গান প্রকাশের আনন্দটাই ভিন্ন রকম। দুটি গানই ভিন্ন ঘরানার। একটি হলো বৈশাখী গান আর অন্যটি রোমান্টিক। বৈশাখী গানের কথাগুলোর মধ্যে বাংলা নববর্ষের একটা আমেজ তুলে ধরা হয়েছে। এর ভিডিওতেও সেই আবহ থাকবে। আশা করি, গান দুটি শ্রোতাদের ভালো লাগবে।`

এদিকে আঁখি আলমগীর বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত। গতকাল রাজেন্দ্রপুরে অনুষ্ঠিত কনসার্টে অংশ নিয়েছেন তিনি। আজ সংগীত পরিবেশন করবেন রংপুরের একটি অনুষ্ঠানে। আঁখি বলেন, ‘স্টেজ শোতে গান গাইতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। ভক্ত-শ্রোতাদের কাছাকাছি আসার এটি একটি অন্যতম মাধ্যম।’

(এসএএম/ ০৬ মার্চ ২০১৭)