Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 04 Sep 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: বাহরাইনে কার্যক্রম পরিচালনা করছে এমন বহুজাতিক কোম্পানিকে ১৫ শতাংশ মুনাফা কর দিতে হবে। শর্তসাপেক্ষে এ মুনাফা কর প্রযোজ্য হবে। খবর আরব নিউজ। 

প্রতিবেদনে বলা হয়, কোনো কোম্পানির বৈশ্বিক মুনাফা ৭৫ কোটি ইউরো বা ৮৩ কোটি ডলার অতিক্রম করলে মুনাফা দিতে হবে। আগামী ১ জানুয়ারি থেকে এ কর প্রযোজ্য হবে।  

ডোমেস্টিক মিনিমাম টপ-আপ ট্যাক্স (ডিএমটিটি) শিরোনামে এ করের ঘোষণা দিয়েছে উপসাগরীয় দেশটির রাজস্ব ব্যুরো। সংস্থাটি বলছে, নতুন কর কাঠামোটি অর্গানাইজেশন অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) গাইডলাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে বিশ্বব্যাপী অর্থনৈতিক ন্যায্যতা ও স্বচ্ছতার প্রতি বাহরাইনের প্রতিশ্রুতি আরো দৃঢ় হবে। 

বাহরাইন ২০১৮ সালে ওইসিডির ইনক্লুসিভ ফ্রেমওয়ার্কে যোগ দেয় এবং দ্বি-স্তম্ভবিশিষ্ট আন্তর্জাতিক কর সংস্কারের উদ্যোগ নেয়। এ সংস্কারের অধীনে ওইসিডির গ্লোবাল মিনিমাম করপোরেট ট্যাক্স বাস্তবায়ন হচ্ছে। এ নিয়মে বলা হচ্ছে, যেসব দেশে বহুজাতিক কোম্পানি পরিচালিত হবে, সেখানে ন্যূনতম ১৫ শতাংশ মুনাফা কর দিতে হবে।

বাহরাইনের রাজস্ব ব্যুরো আরো বলেছে, ডিএমটিটি প্রবর্তনের মাধ্যমে আন্তর্জাতিক কর মানদণ্ডের সঙ্গে মিল রাখার চেষ্টা অব্যাহত রেখেছে বাহরাইন। পাশাপাশি এর মাধ্যমে বড় বহুজাতিক কোম্পানি থেকে স্থানীয় অর্থনীতিতে ন্যায্য হিস্যা পরিশোধ নিশ্চিত হবে। এক্ষেত্রে ৭৫ কোটি ইউরোর যে শর্ত বেঁধে দেয়া হয়েছে, তা অনুযায়ী কোম্পানিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জাতীয় রাজস্ব ব্যুরোয় নিবন্ধন করতে হবে।

ওইসিডির মতে, ন্যূনতম কর সংস্কারের কারণে বড় কোম্পানির জন্য কর এড়িয়ে চলা কঠিন হয়ে যাবে। এরই মধ্যে ১৪০টির বেশি দেশ নতুন বৈশ্বিক কর সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করেছে। 

এ ধরনের আইন প্রণয়নে উপসাগরীয় দেশগুলোর মধ্যে বাহরাইনই প্রথম। সৌদি আরব, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কাতার এ ধরনের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে। ইউএই গত বছর ফেডারেল করপোরেট ট্যাক্স আইনে ৯ শতাংশ কর নির্ধারণ করেছে। সৌদি আরব নিট মুনাফার ওপর ২০ শতাংশ কর নির্ধারণ করেছে। কুয়েতে পরিচালিত বিদেশী কোম্পানিগুলোর মুনাফার ওপর ১৫ শতাংশ কর আরোপ করা হলেও তা এ নীতির অংশ নয়। কুয়েতের মতো ওমান একই পদ্ধতি অনুসরণ করলেও দেশটি নির্দিষ্ট শিল্পে খাতে প্রণোদনা ও ছাড়ের সুযোগ রেখেছে।

কাতার বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ১০ শতাংশ মুনাফা কর আরোপ করেছে। তবে কাতার ও উপসাগরীয় দেশের নাগরিকের মালিকানাধীন ব্যবসার ক্ষেত্রে যে করপোরেট কর দিতে হয় তা দেশটির জাকাত ফান্ডে জমা হয়।

বিনিয়োগবার্তা/ডিএফই//