নিজস্ব প্রতিবেদক: সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে নেমেছিলেন মাশরাফি বিন মুর্তজা। এরপর থেকেই ক্রিকেট মাঠের বাইরে তিনি। ধারণা করা হচ্ছিল আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে খেলায় ফিরবেন তিনি।
যদিও তেমনটা হয়নি। এর আগেই মাশরাফিকে ক্রিকেট মাঠে দেখতে পারবেন তার ভক্তরা। এই পেসার খেলবেন যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ইউএস মাস্টার্স টি-টেন টুর্নামেন্টে। মাশরাফিকে দলে ভিড়িয়েছে ডেট্রয়েট ফেলকনস। সেই দলে আগে থেকেই আছেন জাতীয় দলে মাশরাফির সাবেক সতীর্থ এবং বাংলাদেশ দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। দলটিতে এরই মধ্যে নাম লিখিয়েছেন অনেক সাবেক ক্রিকেটার। এর মধ্যে অ্যারন ফিঞ্চ, থিসারা পেরেরা, ডেভিড মালান ও এঞ্জেলো প্যারেরার নাম উল্লেখযোগ্য।
এই টুর্নামেন্টে সাবেক ক্রিকেটারদের সঙ্গে আছেন অনেক বর্তমান ক্রিকেটারও। রাজ্জাক-মাশরাফির আগেই এই টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তিনি খেলবেন আটলান্টা রাইডার্সের হয়ে। এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে আরও দুই বাংলাদেশি ক্রিকেটারকে। এর মধ্যে রয়েছেন কামরুল ইসলাম রাব্বি ও অন্যজন আরাফাত সানি। জাতীয় দলে থাকা তাদের সতীর্থরা যখন নিজেদের প্রস্তুত করছেন ভারতের বিপক্ষে সিরিজের জন্য, তখন জাতীয় দলের বাইরে থাকা ও অবসর নেয়া ক্রিকেটাররা খেলবেন আমেরিকার মাটিতে।
এদিকে রাব্বি সানিদের দলে আছেন শোয়েব মালিক, রবি বোপারা, সামিত প্যাটেল, মোহাম্মদ আজম ও মোহাম্মদ ইরফানের মতো এক সময়ের তারকা ক্রিকেটাররা। গত বছরই এই টুর্নামেন্টটি প্রথম মাঠে গড়িয়েছিল। টুর্নামেন্টে অংশ নিয়েছিল মোট ৬টি দল।
বিনিয়োগবার্তা/ডিএফই//