Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 17 Sep 2024 06:08
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: ভারতের স্থানীয় বাজারে আশানুরূপ গাড়ি বিক্রি না হওয়ায় ২০২১ সালে চেন্নাইয়ের কারখানা বন্ধ করে দেয় ফোর্ড। সম্প্রতি কোম্পানিটি সেই কারখানা আবারও চালুর পরিকল্পনা করেছে। খবর: এফটি

জানা যায়, মূলত রফতানি বাজার সামনে রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ফোর্ডের কর্মকর্তারা। এর আগে সাশ্রয়ী দামের গাড়ি তৈরি চ্যালেঞ্জপূর্ণ হওয়ায় ভারত ছেড়ে যায় আরেক মার্কিন অটোমেকার জেনারেল মোটরস। তবে দেশটিতে কারখানা স্থাপনে আগ্রহ ধরে রেখেছে টেসলা।

বিনিয়োগবার্তা/এসএএম//