Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 18 Sep 2024 15:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৮ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানের সঙ্গে বেড়েছে লেনদেন। তবে সূচক লেনদেন বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এদিন লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯৪ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২৪৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৮ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৫৫৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৩৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার।

বুধবার লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ২২৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ারদর।

অপরদিকে সিএসইতে বুধবার ৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৩২টির এবং পরিবর্তন হয়নি ৩১টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৬১২৩ পয়েন্টে।

বিনিয়োগবার্তা/এসএএম//