Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 19 Sep 2024 12:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: মোট ২ কোটি ১১ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির দুই উদ্যোক্তা। তারা হলেন- উদ্যোক্তা পরিচালক এস.এম আশরাফুল আলম ও এস.এম নুরুল আলম রিজভী।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, উদ্যোক্তা পরিচালক এস. এম আশরাফুল আলম মোট ১ কোটি ২১ লাখ ২০ হাজার শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করবেন। তার ছেলে শাহরিয়ার ইসলাম শুভ এবং মেয়ে ফারিহা ইসলাম প্রভাকে সমপরিমাণ ৬০ লাখ ৬০ হাজার শেয়ার উপহার দিবেন তিনি।

আরেক ঘোষণায় উদ্যোক্তা পরিচালক এস.এম নুরুল আলম রিজভী ৯০ লাখ শেয়ার উপহার হিসেবে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তিনি আলোচ্য শেয়ার তার কন্যা রিফাহ তাসনিম স্বর্ণাকে উপহার হিসেবে প্রদান করবেন।

১৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন তারা। 

বিনিয়োগবার্তা/এসএএম//