Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 22 Sep 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা দেয়ার অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। শাহবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের এ মামলায় রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দেন।

গত ২৯ জুলাই রাষ্ট্রপক্ষ মামলাটি পুনরায় তদন্তের আবেদন করে। রোববার এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। তবে আদালত আদেশ না দিয়ে চার্জশিট আমলে না নিয়ে তারেক রহমানকে অব্যাহতির আদেশ দেন।

গত বছরের ২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) উপ-পরিদর্শক হাসানুজ্জামান এ মামলায় তারেক রহমানকে অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট দাখিল করেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশী জাতীয়তাবাদের জাতির পিতা বলে ঘোষণা দেয়ার অভিযোগে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল ইসলাম।

বিনিয়োগবার্তা/এসএএম//