Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 26 Sep 2024 18:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ২৭ কোম্পানির সঙ্গে আরও ১ কোম্পানিকে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করানো হয়েছে। যে কোম্পানিগুলো ‘বি’ ক্যাটাগরিতে ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের ২৭ কোম্পানির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এর আগে বুধবার ২৭ কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানোর সিদ্ধান্ত নেয় ডিএসই।

কোম্পানিগুলো হচ্ছে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ইন্দোবাংলা ফার্মা, বিচ হ্যাচারি, দেশ গার্মেন্টস, এডভেন্ট ফার্মা, খুলনা পাওয়ার, প্যাসিফিক ড্যানিমস, ফরচুন সুজ, এনার্জিপ্যাক, ভিএফএস থ্রেডস ডাইং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, লুব-রেফ বিডি, লিবরা ইনফিউশন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফিনিক্স ফাইন্যান্স, অলিম্পিক এক্সেসরিজ, ন্যাশনাল টিউবস, ন্যাশনাল ব্যাংক, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জিএসপি ফাইন্যান্স, ফার কেমিক্যাল, সেন্ট্রাল ফার্মা, বিডি থাই, বে লিজিং, এটলাস বাংলাদেশ এবং আনলিমা ইয়ার্ন।

বিনিয়োগবার্তা/এসএএম//