Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 01 Oct 2024 15:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০২৩ -২৪ অর্থবছরের ব্যবসায় ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষনা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত  অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১২.৩৪ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭৪.৩৭ টাকায়।

এপেক্স ফুটওয়্যারের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ২২ অক্টোবর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//