Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 10 Oct 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে স্থায়ী ভিত্তিতে কর্মরত পাইলট ও প্রকৌশলীদের অবসরের বয়সসীমা ৬২ বছরে উন্নীত করা হয়েছে। এতদিন তাদের ৫৯ বছরে অবসরে পাঠানো হতো।

বুধবার বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. মতিউল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত পৃথক আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এক আদেশে বলা হয়, পরিচালনা পর্ষদের ৩১২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিমানে কর্মরত স্থায়ী পাইলটদের চাকরির অবসর বয়সসীমা ৬২ বছরে উন্নীত করা হলো। এ আদেশ ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর তারিখ থেকে কার্যকর হবে।

আরেক প্রশাসনিক আদেশে বলা হয়, পর্ষদের ৩১২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদফতরাধীন সব প্রকৌশলী এবং প্রকৌশল কাজে সংশ্লিষ্ট সব টেকনিক্যাল কর্মচারীদের অবসরের বয়সসীমা ৫৯ বছরের পরিবর্তে ৬২ বছরে উন্নীত করা হলো। এই আদেশটিও ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর তারিখ থেকে কার্যকর হবে।

বর্তমানে বিমানের বহরে ২১টি এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে রয়েছে চারটি অত্যাধুনিক বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার।

বিনিয়োগবার্তা/ডিএফই//