নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় পারমাণবিক অস্ত্রবিরোধী সংস্থা নিহন হিদানকায়োকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং শান্তির প্রতি আপনাদের অটল প্রতিশ্রুতি আমাদের সবার জন্য অনুপ্রেরণা। হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহতা যাতে কখনো ভুলে না যাই, তা নিশ্চিত করতে আপনাদের ওকালতি এবং অক্লান্ত প্রচেষ্টা আমাদের নিরাপদ বিশ্বের সন্ধানে গভীরভাবে অনুরণিত হয়। আপনাদের সাহস ও উৎসর্গের জন্য ধন্যবাদ। আবারো আন্তরিক অভিনন্দন।ব
বিনিয়োগবার্তা/এসএএম//