বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান বলেছেন, অস্বাভাবিক হারে মুনাফা করার জায়গা পুঁজিবাজার নয়।
তিনি বলেন, পুঁজিবাজারে এমনভাবে বিনিয়োগ করা ঠিক না যে, আজ বিনিয়োগ করে কালই সেই অর্থ ১০ গুণ হয়ে যাবে। কিভাবে পুঁজিবাজারে বিনিয়োগ করা যায় এবং ঝুঁকি নিয়ন্ত্রণে রেখে মুনাফা করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি থেকে শিখতে পারেন দেশের সাধারণ বিনিয়োগকারীরা।
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের আয়োজনে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এতে পুঁজিবাজারের অন্যান্য স্টেকহোল্ডাররাও অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মো: সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারীদের নানা উপদেশ দেন তিনি।
বিএসইসির নির্বাহী পরিচালক মনে করেন, পুঁজিবাজারে বিনিয়োগ হারানোর ভয় আছে। এজন্য তাদের এ বিষয়ে স্বচ্ছ ধারনা থাকা আবশ্যক। এতে বিনিয়োগকারীরা কোথায় কতোটুকু বিনিয়োগের রিটার্ন আসবে বুঝতে পারবেন। তবে বুঝেশুনে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিরাপদ কোনো সিকিউরিটিজে বিনিয়োগ করলে ঝুঁকি অনেক কম থাকে। নির্দিষ্ট সময় শেষে লভ্যাংশ ও মূলধনি মুনাফা দুদিক থেকেই লাভবান হওয়ার সুযোগ বাড়ে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ এম এ রহমান। এ সময় বিএসইসির পরিচালক রেজাউল করিমসহ পুঁজিবাজারসংশ্লিষ্ট অনেকে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(এসএএম/ ১৬ জুলাই ২০১৭)