Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 12 Oct 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় জ্বালানি কোম্পানিগুলো যুক্তরাজ্যজুড়ে নতুন করে ২ হাজার ৪০০ কোটি (২৪ বিলিয়ন) পাউন্ডের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

বিশ্বের শীর্ষস্থানীয় জ্বালানি কোম্পানিগুলো যুক্তরাজ্যজুড়ে নতুন করে ২ হাজার ৪০০ কোটি (২৪ বিলিয়ন) পাউন্ডের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠককে সামনে রেখে এ ঘোষণা দিয়েছে কোম্পানিগুলো। খবর: গার্ডিয়ান।

যুক্তরাজ্যে আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। এর আগে এডিনবরায় প্রথম নেশনস অ্যান্ড রিজিয়ন্স কাউন্সিলের পার্শ্ব বৈঠকে কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এতে প্রতিশ্রুত বিনিয়োগ নিয়ে আালোচনা হবে বলে জানা গেছে।

এদিকে বিনিয়োগের বিষয়ে স্টারমার বলেন, ‘‌বেসরকারি খাতের এ বিপুল বিনিয়োগ যুক্তরাজ্যের প্রবৃদ্ধি বাড়ানোর সরকারি প্রচেষ্টার প্রতি বড় ধরনের আস্থার প্রতিফলন। এতে দেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে।’

তিনি আরো বলেন, ‘‌স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড অথবা ইংল্যান্ড আমরা সব জায়গায় ব্যবসা সম্প্রসারণে অনূকুল পরিবেশ তৈরি করছি। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন যুক্তরাজ্যের প্রতিটি অঞ্চলকে উদ্ভাবন ও বিনিয়োগের কেন্দ্রে পরিণত করবে।’

জানা গেছে, ব্রিটেনের জ্বালানি খাতে একক বৃহত্তম বিনিয়োগ করছে স্প্যানিশ প্রতিষ্ঠান ইবারদ্রোলা। ইউরোপের বৃহত্তম বিদ্যুৎ কোম্পানিটি তাদের আগের প্রতিশ্রুত বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ করেছে। এর আগে পুরনো বৈদ্যুতিক গ্রিড পুনর্গঠন ও নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প তৈরি করার জন্য গত বছর ২০২৮ সাল নাগাদ ১ হাজার ২০০ কোটি পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা করেছিল কোম্পানিটি। কিন্তু বৃহস্পতিবার তারা আরো ১২ বিলিয়ন পাউন্ড যোগ করেছে। এর মধ্যে একটি অফশোর উইন্ডফার্ম (সমুদ্র উপকূলবর্তী বায়ুবিদ্যুৎ কেন্দ্র) নির্মাণে কয়েকশ কোটি পাউন্ড বিনিয়োগ করবে ইবারদ্রোলা। এছাড়া ৪০০ কোটি পাউন্ডের কিছু বেশি দামে ইলেকট্রিসিটি নর্থ ওয়েস্ট কিনে নিচ্ছে কোম্পানিটি।

পরিবেশবান্ধব বিদ্যুৎ খাতে ইবারদ্রোলার বিনিয়োগ গত ১৫ বছরে কোম্পানিটির গড় বার্ষিক বিনিয়োগের তুলনায় তিন গুণ বেড়েছে। ইবারদ্রোলার নির্বাহী চেয়ারম্যান জোসে ইগনাসিও স্যাঞ্চেজ গালান এক্ষেত্রে যুক্তরাজ্যের স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ এবং জলবায়ু লক্ষ্য অর্জনে স্পষ্ট নীতিমালার প্রশংসা করেন।

ডাচ কোম্পানি ওর্সটেড অফশোর উইন্ডে ৮০০ কোটি পাউন্ড বিনিয়োগের অঙ্গীকার করেছে। পাশাপাশি গ্রিনভোল্ট ২৫০ কোটি পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা করছে।

ওর্সটেডের প্রধান নির্বাহী ম্যাডস নিপার বলেন, ‘‌সুনির্দিষ্ট পরিবেশবান্ধব জ্বালানি লক্ষ্যমাত্রার পাশাপাশি যুক্তরাজ্য প্রয়োজনীয় নীতি কাঠামো তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে। সরকার বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী। সব মিলিয়ে আমরা এদেশে বিনিয়োগ করছি।’

ওর্সটেডের বাইরে নরফোকের স্টোতে আইল্যান্ড গ্রিন পাওয়ার সোলার ফার্ম নির্মাণ এবং বিদ্যুচ্চালিত গাড়ির চার্জিং পয়েন্ট স্থাপনে ১৩০ কোটি পাউন্ড বিনিয়োগ করবে অস্ট্রেলিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক ম্যাকয়ার।

এছাড়া মার্কিন পারমাণবিক প্রকৌশল কোম্পানি হলটেক ৩২ কোটি ৫০ লাখ পাউন্ড বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এর আওতায় দক্ষিণ ইয়র্কশায়ারে একটি নতুন কারখানা স্থাপন করা হবে, যা হিঙ্কলি পয়েন্ট সি এবং প্রস্তাবিত সাইজওয়েল সি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য উপকরণ সরবরাহ করবে। এর বিনিয়োগের অধীনে আগামী ২০ বছরে ১ হাজার ২০০ কর্মসংস্থান সৃষ্টির আশা করা হচ্ছে।

বার্মিংহামে ব্যাটারিতে বিদ্যুৎ সঞ্চয় প্রকল্পে ৩০ কোটি পাউন্ডের বিনিয়োগ করবে বিডব্লিউ গ্রুপ। এছাড়া এসই-এএইচ উইন্ডের জন্য ২২ কোটি ৫০ লাখ পাউন্ডের বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে, যা ২০২৭ সালের মধ্যে ৭৫০টি কর্মসংস্থান তৈরি করবে।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সরকার ২০৩০ সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণকারী বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলাসহ নানা পরিকল্পনা গ্রহণ করেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও উচ্চাভিলাষী এসব পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ নিয়ে সরকারের ওপর চাপ রয়েছে।

ব্রিটেনের বিদ্যুৎ খাতকে কার্বন নিঃসরণমুক্ত করতে প্রাথমিকভাবে প্রতি বছর ২ হাজার ৮০০ কোটি পাউন্ড ব্যয়ের পরিকল্পনা নেয়া হয়েছিল। পরে তা কমিয়ে আগামী চার বছরের মধ্যে ২ হাজার ৪০০ কোটি পাউন্ডে নামিয়ে আনা হয়। এসব লক্ষ্যমাত্রা পূরণে সরকার এখন বেসরকারি খাতের বিনিয়োগের ওপর নির্ভর করছে।

বিনিয়োগবার্তা/এসএএম//