Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Oct 2024 16:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ডি-সিরিজের টেলিভিশনে বড় অঙ্কের ক্যাশব্যাক অফারের ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় কনজ্যিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং! এই অফারের অংশ হিসেবে ডি সিরিজের কয়েকটি মডেলে ১৮ হাজার থেকে ৩৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন গ্রাহকরা। অফারটি গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়েছে এবং চলবে চলতি মাসের শেষ দিন পর্যন্ত।

নজরকাড়া শব্দ ও ছবি, নানাধরণের স্মার্ট ফিচারস, আর গেমিংয়ের জন্য বিশেষ সুবিধাযুক্ত স্যামসাং এআই টিভি’র তিনটি মডেল বর্তমানে ক্যাশব্যাক অফারের আওতাভুক্ত রয়েছে। ১৮ হাজার টাকা ক্যাশব্যাক অফারে ৬৫-ইঞ্চি ক্রিস্টাল ফোরকে ইউএইচডি টিভির (৬৫ডিইউ৮০০০) বর্তমান মূল্য ১ লক্ষ ৪১ হাজার ৯ শ’ টাকা, যার আগে মূল্য ছিল ১ লক্ষ ৫৯ হাজার ৯ শ’ টাকা।

অন্যদিকে, ৫৫কিউ৬০ডি এবং ৬৫কিউ৬০ডি – এই দু’টি কিউএলইডি মডেলেও সাশ্রয়ী ডিল নিয়ে এসেছে বাজারের শীর্ষ টিভি ব্র্যান্ডটি। ৩৫ হাজার টাকা ক্যাশব্যাক অফারে ৫৫ ইঞ্চি কিউএলইডি টিভি (৫৫কিউ৬০ডি) এখন পাওয়া যাচ্ছে ১ লক্ষ ২৪ হাজার ৯শ’ টাকায়, যা আগে ছিল ১ লক্ষ ৫৯ হাজার ৯ শ’ টাকা। একই মডেলের ৬৫ ইঞ্চি ভ্যারিয়েন্ট টিভি (৬৫কিউ৬০ডি) ৩৮ হাজার টাকা ক্যাশব্যাকের পর এখন পাওয়া যাচ্ছে ১ লক্ষ ৬১ হাজার ৯ শ’ টাকায়, যা আগে ছিল ১ লক্ষ ৯৯ হাজার ৯ শ’ টাকা। কিউএলইডি প্রযুক্তির কারণে “এয়ারস্লিম” মডেলের এই টিভিগুলোতে থাকছে ঝকঝকে ও প্রাণবন্ত ছবির নিশ্চয়তা। সেই সাথে স্যামসাংয়ের উদ্ভাবনী এআই ফিচারের সংযোজন ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে করে তুলবে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময়।

এ প্রসঙ্গে স্যামসাং ইলেকট্রনিক্সের কনজ্যুমার ইলেকট্রনিক্স ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “স্যামসাং ডি-সিরিজের এআই টিভিগুলো দর্শকদের জন্য বিনোদনের জগতে ডুবে থাকার সেরা সঙ্গী হতে পারে। গত ১৮ বছর ধরে আমরা এই খাতে বাজারের শীর্ষ অবস্থান ধরে রেখেছি। বর্তমানে স্যামসাং টিভি ক্রেতারা পাচ্ছেন ৩ বছরের কমপ্লিট ওয়ারেন্টি’র নিশ্চয়তা, ফলে পছন্দের অ্যাপ্লায়েন্সটির দীর্ঘস্থায়িত্ব নিয়ে দুশ্চিন্তার কোনো কারণই থাকছে না। সম্মানিত গ্রাহকদের সকলের জন্য সেরা মানের টিভি বিনোদন নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই ক্যাশব্যাক অফার নিয়ে এসেছি”। 

বিনিয়োগবার্তা/ডিএফই//