Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 28 Oct 2024 12:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: ইসরায়েল-হিজবুল্লাহর হামলা-পাল্টা হামলায় বিধ্বস্ত লেবাননের রাজধানী বৈরুত থেকে পঞ্চম দফায় দেশে ফিরে আসছেন আরো ৩৬ বাংলাদে‌শি। মঙ্গলবার সকালে দেশের উদ্দেশে রওনা হবেন তারা।

স্থানীয় সময় রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, লেবানন থে‌কে পঞ্চম দফায় ৩৬ বাংলাদে‌শি নাগ‌রিক ২৯ অক্টোবর স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে বৈরুত বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। তাদের জেদ্দা হয়ে ঐদিন রাতেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে, চতুর্থ দফায় বৈরুত থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া ৩০ বাংলাদে‌শির সোমবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

লেবানন থেকে এখন পর্যন্ত ১৫০ জনকে দেশে ফেরত এনেছে সরকার। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছে ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে এসেছেন। চতুর্থ দফায় ফিরবেন আরো ৩০ জন। 

বিনিয়োগবার্তা/ডিএফই//