Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 28 Oct 2024 14:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী থেকে ২ হাজার ৫০০ মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করেছে প্রশাসন। শনিবার দিবাগত রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত হালদা নদীর হাটহাজারী উপজেলা অংশের গড়দুয়ারা, উত্তর মাদার্শা এলাকা থেকে এসব জাল জব্দ করা হয়।

রোববার (২৭ অক্টোবর) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান।

তিনি বলেন, হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন অংশ, উত্তর মাদার্শার বিভিন্ন অংশ ও রাউজান সীমান্তের বিভিন্ন অংশে অভিযান চালানো হয়েছে। এ সময় পাঁচটি ঘেরা জাল জব্দ করা হয়। জব্দ জালের পরিমাণ হবে প্রায় আড়াই হাজার মিটার। হালদা নদীর মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুল ইসলাম। আইডিএফ কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীরা ও হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যরা অভিযানে সহযোগিতা করেন বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

বিনিয়োগবার্তা/ডিএফই//