Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 29 Oct 2024 14:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: লেবানন থেকে চতুর্থ দফায় দেশে ফিরেছেন আরো ৩০ জন বাংলাদেশি। এ নিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে চার দফায় মোট ১৮০ জন প্রবাসী দেশে ফিরেছেন।

সোমবার রাত ২টা ৪০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮১০ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফিরে আসা প্রবাসীদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সহযোগিতা ছিল।

বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।

এখন পর্যন্ত লেবাননে কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিনিয়োগবার্তা/ডিএফই//