Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 30 Oct 2024 13:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর রিসার্চ সেমিনার-৩৮ মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ৩:৩০ ঘটিকায় ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে “Factors of Company's Lower Propensity to R&D: A Case of LDC Graduating Country”- শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএম এর প্রভাষক ইমরান মাহমুদ ও প্রভাষক ফাইমা আক্তার।

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীন এর সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক হুসেইন আহমেদ এনামুল হুদা।

রিসার্চ সেমিনারটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) ফয়সাল আহমেদ খান।

আলোচ্য গবেষণা প্রবন্ধটি যৌথভাবে লিখেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন, বিআইসিএম-এর প্রভাষক ইমরান মাহমুদ, প্রভাষক ফাইমা আক্তার ও প্রভাষক মোঃ আদনান আহমেদ। এ গবেষণায় কোম্পানির গবেষণা ও উন্নয়নে (R&D) কম বিনিয়োগের প্রবণতাকে প্রভাবিতকারী কারণগুলি খুঁজে বের করা হয়েছে, যেখানে পরিমাণগত এবং গুণগত পদ্ধতির সমন্বয়ে বিশ্লেষণ করা হয়েছে। নির্বাহী কর্মকর্তার পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতা কোম্পানির গবেষণা ও উন্নয়নে সবচেয়ে বেশি প্রভাবিত করে। এছাড়াও কোম্পানির বয়স, পরিধি, বাজার প্রতিযোগিতা, আর্থিক সীমাবদ্ধতাসহ কম লাভের সম্ভাবনাও প্রভাবিত করে থাকে। গবেষণার ফলাফলে প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা প্রযুক্তিগত অগ্রগতি এবং সমাজে উপকারী উন্নত পণ্য ও সেবা প্রদান করতে সহায়ক।

উক্ত রিসার্চ সেমিনারে ইন্সটিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//