Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 07 Nov 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যিক প্রচারণা খুব সহজেই বিপুল গ্রাহকের কাছে পৌঁছে দেয়ার এআই প্ল্যাটফর্ম ‘রোবোকেট’ বাজারে নিয়ে এসেছে এডিএন ডিজিনেট, যা বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মার্কেটিং প্ল্যাটফর্ম।

দেশ-বিদেশের গ্রাহকদের কথা মাথায় রেখে এটি ডিজাইন করা হয়েছে। নতুন প্লাটফর্ম ‘রোবোকেট’ নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে গ্রাহকদের সক্রিয় অংশগ্রহণ বিপুলভাবে বাড়াতে সক্ষম। বাজার সংক্রান্ত যে কোনও ক্যাম্পেইন এবং প্রচারকে সৃজনশীল করে তোলায় এটি রাখবে অনন্য ভূমিকা।

রোবোকেট একটি স্কেলেবল সমাধান যা মার্কেটিং অটোমেশন, সিআরএম এবং ডেটা বিশ্লেষণকে একটি প্ল্যাটফর্মে সমন্বিত করেছে। এতে করে মার্কেটিয়াররা তাদের বিপণন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে পারবেন।

এআই এবং বিগডেটা- এই দুইটির সমন্বয় ঘটানো নিয়ে বাস্তব জীবনে বিপণনকারীদের নানামুখী চ্যালেঞ্জে পড়তে হচ্ছে।

এ প্রসঙ্গে এডিএন ডিজিনেটের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ সোহায়েল রেজা বলেন, "এআই এবং ডেটা অ্যানালেটিক্স এর মাধ্যমে বিপণনকারীদের পেশাগত ক্ষেত্রে দৈনন্দিন জীবনের নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এই সফটওয়্যার দেশের প্রযুক্তি খাতে একটি উল্লেখযোগ্য সংযোজন। দেশ এবং দেশের বাইরেও এই সফটওয়্যারের ব্যবহার নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আমরা আশা করছি।"

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) মার্কেটিং 
‘রোবোকেটে’র সিস্টেমটির মাধ্যমে বাণিজ্যিক প্রচারণা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের কাছে পৌঁছে  যায়। ফলে অন্যান্য সিস্টেমের তুলনায় এতে অন্তত ৩০ থেকে ৫০ শতাংশ সময় বেঁচে যায়।

লক্ষ্য নির্ধারণ:  
‘রোবোকেট’ প্ল্যাটফর্মটির হাইপার-  পারসোনালাইজড অ্যাডভান্স এআই অ্যালগরিদম সিস্টেম আরওআই (রিটার্ন অন ইনভেস্টমেন্ট)-কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবাদাতা - গ্রহিতা সম্পর্ককে শক্তিশালী করবে।

সমন্বিত সিআরএম এবং সহায়তা: 
‘রোবোকেট’ সিআরএম রিয়েল-টাইম যোগাযোগ এবং স্বয়ংক্রিয় ফলো-আপের মাধ্যমে গ্রাহকদের উন্নত সেবার প্রতিশ্রুতি দেয়।

ডেটা থেকে ইনসাইট এর অ্যানালিটিক্স স্যুটের মাধ্যমে রোবোকেট রিয়েল-টাইম ইনসাইট দিবে। যা ব্যবসা কৌশলকে উন্নত করতে সাহায্য করে। একটি সফটওয়্যারেই একাধিক সুবিধা পাওয়ার কারণে রোবোকেট ব্যবহারকারীদের খরচ ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে।

একটি সমন্বিত ইকোসিস্টেম
দেশি যে কোন কোম্পানি তাদের মার্কেটিং বা সেলস সংক্রান্ত কাজে ‘রোবোকেট’ ব্যবহার করতে পারবেন। শিগগিরই এর আন্তর্জাতিক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আরও তথ্যের জন্য অথবা একটি ডেমো সার্ভিস নেয়ার জন্য ভিজিট করুন www.roboket.com

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//