নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গত ৮ নভেম্বর এ সরকারের তিন মাস পূর্তি হয়েছে। বিগত সময়ে সরকার কী কী কাজ করেছে, সেসব তথ্য প্রকাশ করা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাজের অগ্রগতি আলাদাভাবে তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অগ্রগতি হিসেবে গত তিন মাসে বিভিন্ন নিয়োগ, বদলি ও পদোন্নতিকে তুলে ধরা হয়েছে। এই সময়ে সচিব পদে ১২ জন, গ্রেড-১ পদে ৩ জন, অতিরিক্ত সচিব পদে ১৩৫ জন, যুগ্ম-সচিব পদে ২২৬ জন ও উপ-সচিব পদে ১২৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। যুগ্ম সচিব পদে ৯৬ জন ও উপসচিব পদে ১৮৯ জনকে বদলি করা হয়েছে। এছাড়া বিভাগীয় কমিশনার পদে ৪ জন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে ৩ জন, জেলা প্রশাসক পদে ৫৯ জন, অতিরিক্ত জেলা প্রশাসক পদে ১১৮ জন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে ১৬৫ জন কর্মকর্তাকে নিয়োগ বা বদলি করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সরকারের বড় ৫টি কাজের কথা তুলে ধরেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সেগুলো হলো-
১. স্মুথ ট্রানজিশন (শান্তিপূর্ণভাবে পরিবর্তন) হয়েছে।
২. ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতি উদ্ধার হয়েছে।
৩. ব্যাপক বৈশ্বিক সহায়তা পাওয়া গেছে।
৪. সংস্কারের পথরেখা দেওয়া হয়েছে। সংস্কারের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ হবে, তখন সংস্কার কতটুকু করা হবে এবং সেটার ওপর নির্ভর করবে নির্বাচনের তারিখ।
৫. এই তিন মাসে বন্যা, গার্মেন্টসে অস্থিরতাসহ অনেকগুলো সমস্যা ছিল। সেসব সমস্যা থেকে দেশকে উত্তরণের দিকে নেয়া হয়েছে।
বিনিয়োগবার্তা/ডিএফই//