Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 17 Nov 2024 15:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ২০২৫ সালের টি-২০ বিশ্বকাপ। যেখানে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শনিবার (১৬ নভেম্বর) আসন্ন টুর্নামেন্টটির সূচি ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ।

এই গ্রুপে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পেয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপালকে। যদিও গত আসরে অস্ট্রেলিয়াকে যুবা টাইগ্রেসদের হারানোর সুখস্মৃতি রয়েছে। তবুও অজিদের বিপক্ষে লড়াই সবসময়ই চ্যালেঞ্জিং।  

বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল সুপার সিক্স রাউন্ডে উত্তীর্ণ হবে। তাই স্কটল্যান্ড ও নেপালের বিপক্ষে জিতলে সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকবে।

বাংলাদেশের মেয়েরা আগের আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে গেলেও সেমিফাইনালে উঠতে পারেনি। এবার তারা নিশ্চয়ই আরো ভালো পারফরম্যান্স করার লক্ষ্যে মাঠে নামবে।

বাংলাদেশের সম্ভাবনা অনেকাংশে নির্ভর করবে দলের বোলিং আক্রমণ ও টপ অর্ডার ব্যাটারদের ওপর। নতুন প্রতিভাদের জন্য এটি একটি বড় মঞ্চ, যেখানে তারা নিজেদের প্রমাণ করতে পারবে।

অন্যান্য গ্রুপের মধ্যে গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’-তে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা হবে ধারণা করা হচ্ছে। এছাড়া গ্রুপ ‘এ’ তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও আয়োজক মালয়েশিয়া।

গ্রুপ ‘বি’ তে রয়েছে পাকিস্তান, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘সি’ তে খেলবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, সামোয়া এবং নাইজেরিয়া। আফ্রিকান দুটি দেশই এবার প্রথমবার নারীদের যুব বিশ্বকাপ খেলতে যাচ্ছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//