Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 17 Nov 2024 18:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) থেকে তৃতীয়বারের মতো গোল্ড অ্যাওয়ার্ড পেল ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে এ পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি।

গত সোমবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার কলম্বোতে হোটেল সিনামন লেকসাইডে সাফার উদ্যোগে বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড, ইন্টিগ্রেটেড রিপোর্টিং অ্যাওয়ার্ড এবং সার্ক অ্যানিভার্সারি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ) এবং ডেপুটি কোম্পানি সেক্রেটারি মো. এনামুল হক, এফসিএস।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. পি. নন্দলাল বীরাসিংহ, সাফার সভাপতি হেসানা কুরুপ্পু, সাফার স্থায়ী সচিব ড. জয়কুমার বাত্রা, এবং ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটনের এএমডি এবং সিএফও মো. জিয়াউল আলম বলেন, ‘সাফার গোল্ড অ্যাওয়ার্ড অর্জন ওয়ালটনের জন্য গর্বের। আন্তর্জাতিক হিসাবরক্ষণ নীতি এবং দেশীয় আইন মেনে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ব্যবসা পরিচালনার স্বীকৃতি হিসেবে আমরা এই পুরস্কার পেয়েছি। সাফা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। এটি শুধু ওয়ালটনের নয়, গোটা বাংলাদেশের অর্জন। এই পুরস্কার আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে।’

প্রসঙ্গত, সাফা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত সার্কভুক্ত দেশগুলোর অ্যাকাউন্টিং পেশার মান উন্নয়নে কাজ করে আসা একটি সংস্থা। প্রতিবছর আন্তর্জাতিক হিসাবরক্ষণ নীতিমালা অনুযায়ী আর্থিক প্রতিবেদন প্রকাশে মান রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোকে সাফা পুরস্কৃত করে। এবারো সেই ধারাবাহিকতায় ওয়ালটন যৌথভাবে ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//