ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ২০২৪-২৫ সেশনে ভর্তি আবেদন চলছে। এর মাঝে কারিগরি বিঘ্ন ঘটায় একদিন ভর্তির আবেদন প্রক্রিয়া বন্ধ ছিল। সেই বিবেচনায় দুদিন সময় বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবাসাইটের এক নোটিশে এই তথ্য জানানো হয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।
ওয়েবসাইট নোটিশে বলা হয়, কারিগরি সমস্যার কারণে সেবা প্রদানে বিঘ্ন ঘটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আগামী ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে সব মোবাইল অপারেটরের মাধ্যমে এসএমএস চালু রয়েছে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়। এই আবেদন প্রক্রিয়া ২৫ নভেম্বর চলার কথা ছিল।
বিনিয়োগবার্তা/ডিএফই//