Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 28 Nov 2024 11:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: ইউরোপীয় দেশ পর্তুগালের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং ব্যবসা-বাণিজ্য আরও বৃদ্ধির লক্ষ্যে পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠন করা হয়েছে। মোহাম্মদ জীবনকে সভাপতি এবং আব্দুল আহাদ সালমানকে সেক্রেটারি করে এ চেম্বার অব কমার্স গঠন করা হয়।

এছাড়াও কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ জামাল উদ্দিন, মীর মোহাম্মদ শাহরুজ্জামান প্রেসিডেন্ট জেনারেল এসেম্বলি, পেদ্রো জর্জ পিরেস নির্বাহী পরিচালক, রুই পাউলো মিগুয়েল মাউটিনহো পরিচালক, ড. আলেক্সান্দ্রে কোতানো দা সিলভা আইন উপদেষ্টা, আনানা রহমান সভাপতি আর্থিক বিভাগ, রোজানে লিভেইরা চাভেস পিরেস সহ-সভাপতি আর্থিক বিভাগ, ড. হেলিও হিসাবরক্ষক এবং ড. মারিশা সহকারী হিসাবরক্ষক হিসেবে রয়েছেন।

উল্লেখ্য, পর্তুগালে প্রায় ৭০ হাজার বাংলাদেশি প্রবাসী বাস করে। এর মধ্যে ৫০ হাজার বাংলাদেশি নিয়মিত ট্যাক্স দেন। বাংলাদেশ থেকে মোট ২৫ হাজার ৬৬৬ জন স্থায়ীভাবে অভিবাসন নিয়েছেন, যার মাঝে ২০৩৯৫ জন পুরুষ এবং ৫২৭১ জন নারী।

২০২৩ সালে ১৮.২৩ মিলিয়ন ডলার পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে ১১৪.৯৭ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা হয় পর্তুগালে। বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্য সামগ্রীর মাঝে টেক্সটাইল, হোম টেক্সটাইল, কটন, নন- কটন জাতীয় তৈরি পোশাক অন্যতম।

গত ৬ বছরে পর্তুগালে রপ্তানির পরিমাণ বেড়েছে ৫৮%। এবছর পর্তুগাল থেকে জুলাই মাসে ৭.৯২, আগস্ট মাসে ৬.৫৬, সেপ্টেম্বর মাসে ৮.৪৯, অক্টোবর মাসে ৬.৩৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স হিসেবে বাংলাদেশে এসেছে। পর্তুগালে ৫০টি মসজিদ রয়েছে, যার মাঝে ১৪টি প্রবাসী বাংলাদেশিদের দ্বারা নির্মিত।

এরই ধারাবাহিকতায় পর্তুগালের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠন করা হলো।

বুধবার ২৭ নভেম্বর পর্তুগালে এই ব্যবসায়ী সংগঠনের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। এতে পর্তুগালের পররাষ্ট্র সচিব নুনো সামপাইও, লিসবনের মেয়র কার্লোস মোয়েডাস, অ্যাঙ্গলোর প্রতিনিধি, ব্রাজিল দূতাবাসের প্রতিনিধি, পর্তুগিজ পার্লামেন্টের পিএসডি পার্টির সংসদ সদস্য, আলভালাদে- লিসবনের জুন্তা দে ফ্রেগুয়েসিয়া সভাপতি টোমাস গনক্যালভেস, এগা খান ফাউন্ডেশনের সিইও ড. করিম মেরালি এবং লিসবনের ব্যবসায়ী মালিক সমিতির সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//