Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 28 Nov 2024 12:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পরিবর্তিত পরিস্থিতিতে পুনর্গঠিত পরিচালনা পর্ষদ গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জের দায়িত্ব গ্রহণ করেন৷ যার নেতৃত্বে রয়েছেন মমিনুল ইসলাম (চেয়ারম্যান)৷ দায়িত্ব গ্রহণের পরই অগ্রাধিকার ভিওিতে দীর্ঘদিন শূন্য থাকা শীর্ষস্থানীয় তিনটি পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেন।

তারই অংশ হিসেবে বুধবার (২৭ নভেম্বর, ২০২৪) ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নিয়োগের জন্য জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রত্যকটা পদের জন্য আবেদনের শেষ তারিখ ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ সন্ধা ৬ ঘটিকা পর্যন্ত এবং ৪ ডিসেম্বর তারিখ ২০২৪ সন্ধা ৬ ঘটিকায় ডিএসই’র চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সাথে আগ্রহী প্রার্থীদের ডিএসই সম্পর্কে ধারনা দেয়ার জন্য ভার্চুয়ালি এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//