Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সংগীত প্রতিভা অন্বেষণের জনপ্রিয় প্ল্যাটফর্ম সেরাকণ্ঠ। এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে অনেক শিল্পী উঠে এসেছে গানের আঙিনায়। সাফল্যের সেই ধারাবাহিকতা নিয়ে আজ সোমবার (১৭ জুলাই) থেকে শুরু হচ্ছে ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ, সিজন-৬ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার’।

এরই মধ্যে শেষ হয়েছে রাজশাহী, চট্টগ্রাম ও রংপুর বিভাগের প্রাথমিক বাছাই কার্যক্রম। সারাদেশের প্রাথমিক বাছাই পর্ব শেষে নির্বাচিতরা ঢাকায় অনুষ্ঠিতব্য ‘মুভ টু গ্র্যান্ড অডিশন’-এ অংশ নেয়ার জন্য আসবেন। বিভাগীয় পর্যায়ের বিচারক হিসেবে আছেন সংগীতশিল্পী মো. খুরশীদ আলম, আকরামুল ইসলাম এবং স্থানীয় খ্যাতিমান সংগীতজ্ঞরা।

এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত প্রতিযোগীদের বয়সসীমা নির্ধারণ করা হয়ে ১৪ বছরের উপরে।

এবার ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ, সিজন-৬ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার’র প্রধান বিচারকের দায়িত্বে আছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ওপার বাংলার মিতালী মুখার্জী, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ।

এবার রিয়েলিটি শোটি উপস্থাপনা করবেন আরজে ও মডেল মারিয়া নূর। সেরাকণ্ঠ পরিচালনা করছেন ক্ষুদে গানরাজের পরিচালক ইজাজ খান স্বপন। সেরাকণ্ঠের এবারের আসর দর্শকরা দেখতে পারবেন চ্যানেল আইয়ের পর্দায়।

এটি প্রচার হবে প্রতি সপ্তাহে সোম ও মঙ্গলবার রাত ৮টায়।

(এমআইআর/ ১৭ জুলাই ২০১৭)