Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 03 Dec 2024 14:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসাথে এদিন বেড়েছে লেনদেনের পরিমান।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি দুই শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে। টাকার পরিমাণে লেনদেন ৫১১ কোটি টাকার ঘরে উঠেছে।

জানা যায়, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ৬.১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭.৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৫১১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫০০ কোটি ২৩ লাখ টাকা। এ হিসেবে মঙ্গলবার এ বাজারে লেনদেন বেড়েছে ১১ কোটি ৫ লাখ টাকা।

ডিএসইতে মঙ্গলবার লেনদেন হওয়া ৪০২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২০৩টির, কমেছে ১২৮টির এবং দর অপরির্তিত ছিল ৭১টির ।

অপর শেয়ারবাজার সিএসইতে মঙ্গলবার ৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৭ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৮টির, কমেছে ৭৩টির এবং অপরির্তিত ছিল ৩৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৫৮২ পয়েন্টে।

বিনিয়োগবার্তা/ডিএফই//