নিজস্ব প্রতিবেদক: কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভিয়েনা কনভেনশন সরাসরি লঙ্ঘন করে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহযোগী হাইকমিশনে সহিংস হামলার ঘটনায় দ্ব্যর্থহীনভাবে নিন্দা ও প্রতিবাদ জানায় সিটিজেন ইনিশিয়েটিভ (সিআই)। হাইকমিশনের বেশ কয়েকজন কর্মকর্তার উপর হামলা ও ভাংচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মান কূটনৈতিক রীতি-নীতি ও প্রটোকলের লঙ্ঘন করে। এই ঘটনাগুলো ভারতীয় রাষ্ট্রের অধীনে কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করায় ব্যর্থতা প্রকাশ করে। হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সহযোগী হিন্দু সংঘর্ষ সমিতির সদস্যরা এই হামলা চালিয়েছিল। এই ধরনের সহিংসতা শুধু কূটনীতির নীতিকেই ক্ষুন্ন করে না বরং প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ককেও বিপন্ন করে তুলে।
সিআই ভারতীয় কর্তৃপক্ষকে অবিলম্বে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় সহকারী হাই কমিশন উভয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানাচ্ছে। আমরা এই জঘন্য হামলার অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য অবিলম্বে এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের দাবি করছি। উপরন্তু, বাংলাদেশের কূটনৈতিক মিশনে আরো যেকোন ধরনের সহিংসতা প্রতিরোধে এবং এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করতে ভারতীয় কর্তৃপক্ষকে সক্রিয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করছি।
কূটনৈতিক শুদ্ধতার প্রতি শ্রদ্ধার ব্যাপারে কোন ছাড় নয়। সিটিজেন ইনিশিয়েটিভ বাংলাদেশের সহযোগী হাইকমিশনের সাথে একাত্মতা প্রকাশ করে এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তির মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানায়।
বিনিয়োগবার্তা/ডিএফই//