Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 08 Dec 2024 12:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের অন্যতম বিলাসবহুল হোটেল দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেড-এর সাথে ব্র্যাক ব্যাংকের নতুন পার্টনারশিপের ফলে ব্যাংকের এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সেবা উপভোগ করবেন হোটেলটির কর্মকর্তারা।   

স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন সুবিধা, ডিপিএস, এফডি-সহ ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিংয়ের অনেক বিশেষ সুবিধা পাবেন কর্মকর্তারা। এর ফলে তাদের সামগ্রিক ব্যাংকিং অভিজ্ঞতা হবে আরো স্বাচ্ছন্দ্যময়।

হোটেল প্রাঙ্গণে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিজিওনাল কর্পোরেট - চট্টগ্রাম কায়েস চৌধুরী এবং দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেড-এর জেনারেল ম্যানেজার সুমেধা গুনাবর্ধনা।

দ্যা পেনিনসুলা চিটাগং বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত একটি চার-তারকা হোটেল। ১২২টি বিলাসবহুল রুম আর স্যুইট, বিভিন্ন ধরনের ডাইনিং অপশন, সুইমিং পুল, বিজনেস সেন্টার-সহ এখানে আছে বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য নানান অত্যাধুনিক সুযোগ-সুবিধা। তাই, অবসর কাটাতে কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে চট্টগ্রাম ভ্রমণ করা অধিকাংশ মানুষেরই প্রথম পছন্দ হোটেলটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পেনিনসুলা’র প্রতিনিধি হিসেবে নিজেদের টিম নিয়ে আরো উপস্থিত ছিলেন হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন প্রতীক ভট্টাচার্য এবং হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এমআর মীর কাশেম।

ব্র্যাক ব্যাংকের পক্ষে আরো ছিলেন হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম, রিজিয়নাল হেড - ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক জামশেদ আহমেদ চৌধুরী, রিজিওনাল হেড অব এমপ্লয়ি ব্যাংকিং - চট্টগ্রাম ফিরোজ মাহমুদ।

গ্রাহকদের চাহিদার কথা বিবেচনায় রেখে তাঁদের জন্য বিস্তৃত সুযোগ-সুবিধা সম্বলিত উন্নত এবং আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ায় ব্র্যাক ব্যাংক যে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, এই চুক্তিটি তার-ই প্রতিফলন।

বিনিয়োগবার্তা/ডিএফই//