Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা :  গত ছয় বছরে সিরিয়ায় সহিংসতায় ৩ লাখ ৩১ হাজার ৭৬৫ জন মানুষ নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের প্রায় বেশিরভাগই বেসামরিক মানুষ।

এএফপি গতকাল রোববার যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

২০১১ সালে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় এবং পরে তা সহিংসতায় রূপ নেয়। একপর্যায়ে সরকারি বাহিনীর সঙ্গে সরকার বিরোধীদের যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধ এখনও চলছে।

এ পর্যবেক্ষক সংস্থার প্রধান রামি আবদেল রহমান এএফপিকে বলেন, ‘নিহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক মানুষের সংখ্যা ৯৯ হাজার ৬১৭। ২০১১ সালের ১৫ মার্চ থেকে ২০১৭ সালের ১৫ জুলাই পর্যন্ত নিহত হওয়ার এই ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৮ হাজার ২৪৩ জন শিশু ও ১১ হাজার ৪২৭ জন নারী রয়েছেন।’

(এম আর / ১৭ জুলাই, ২০১৭)