Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 17 Dec 2024 12:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের ফুটবলে অনেক দিন ধরেই আলোচনায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে তার খেলা নিয়ে কখনো ইতিবাচক, কখনো নেতিবাচক খবর ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ইংল্যান্ড যুব দলে খেলায় বাংলাদেশের জার্সি গায়ে হামজার খেলার সম্ভাবনা আটকে আছে ফিফার দফতরে। প্রয়োজনীয় সব তথ্য ফিফাকে পাঠিয়েছে বাফুফে। তবে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকে সবুজ সঙ্কেত পাচ্ছে না বাংলাদেশ।

এরই মধ্যে ভারতের কিছু গণমাধ্যম খবর ছাপিয়েছে, মার্চে হামজাকে নিয়েই তাদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। আগামী বছর ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে এশিয়ান কাপ-২০২৭ এর বাছাইয়ের তৃতীয় পর্ব। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে।

ভারতের মাটিতে খেলা হবে বলে চার মাস আগে থেকেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দুই দল নিয়ে শুরু হয়েছে আলোচনা।

বাংলাদেশ দলের হয়ে হামজার খেলার কতটুকু সম্ভাবনা আছে? সোমবার এমন প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা আপনাদের সময়মতো সঠিক তথ্যই দেবো। এ মুহূর্তে আমাদের কাছে হামজাকে নিয়ে কোনো আপডেট নেই। আপনারা বিভিন্নভাবে যা জানছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যা দেখছেন তা আজকে পর্যন্ত সত্য নয়। যখনই কোনো আপডেট হবে, সবার আগে আমরা গণমাধ্যমকে জানাবো।’

এ নিয়ে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘এ মুহূর্তে লেখার মতো কোনো তথ্য দিতে পারছি না। আমরা কাজ করছি। ফিফা আমাদের কাছে যা যা চেয়েছে সবই দিয়েছি। অন্য দেশের গণমাধ্যমে যা লিখছে সেগুলো আগের খবর। হামজা পাসপোর্ট পেয়েছেন, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ছাড়পত্র দিয়েছে, এসব খবরতো নতুন কিছু নয়। আমি দৃঢ়ভাবে আশাবাদী হামজাকে জাতীয় দলে খেলানোর বিষয়ে।’
 
বিনিয়োগবার্তা/ডিএফই//