নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট (এফপিআই) বৃদ্ধি করতে আগ্রহী টেরা পার্টনার্স ইউএসএ। প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা পরীক্ষা করে বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের কথা জানিয়েছে, যা ভবিষ্যতে বাংলাদেশের বাজার পরিবেশ ও সম্ভাবনা সংক্রান্ত বিশ্লেষণের ভিত্তিতে তৈরি করা হবে।
সম্প্রতি টেরা পার্টনার্স ইউএসএ এর প্রতিনিধি ইয়ার্ডেন মারিয়ামা শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে সাক্ষাতকালে বিনিয়োগের এই আগ্রহের কথা জানিয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, সিটি ব্যাংক ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. আফনান ইউসুফ এবং সিটি ব্যাংক ব্রোকারেজের রিসার্চ ও ইনভেস্টমেন্ট হেড এ কে এম ফজলে রাব্বী সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে বাংলাদেশে ফরেন পোর্টফোলিও বিনিয়োগ (এফপিআই) বৃদ্ধি করার কৌশল নিয়ে আলোচনা হয়। টেরা পার্টনার্স ইউএসএ এর পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে একটি সুস্থ বিনিয়োগ পরিবেশ বিদ্যমান এবং এই দেশের বিনিয়োগের ভবিষ্যৎ উল্লেখযোগ্যভাবে সম্ভাবনাময়।
টেরা পার্টনার্স ইউএসএ প্রায় ২০ বছর ধরে বাংলাদেশে বিনিয়োগ করছে এবং তারা বাংলাদেশের শেয়ারবাজারের উন্নতিতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটির পরিকল্পনা হলো, বাংলাদেশের শেয়ারবাজারের বিকাশ ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার দিকে নজর দেওয়া।
বিনিয়োগবার্তা/ডিএফই//