নিজস্ব প্রতিবেদক: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পাঁচ দিনব্যাপী আবাসন মেলা রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। এবারের মেলায় ২২০টি স্টলে আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন নির্মাণসামগ্রীর প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবাগুলো প্রদর্শন করছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় মেলার উদ্বোধন করা হয়েছে। এরপরই ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশে ভিড় করতে শুরু করেছে। বাকি দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা ঢুকতে পারবেন। মেলায় একবার প্রবেশের সিঙ্গেল টিকিটের মূল্য ৫০ টাকা। তবে ৫ বার প্রবেশের মাল্টিপল টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা।
সরেজমিন ঘুরে দেখা যায়, বিভিন্ন কোম্পানির মোটরবাইক প্রদর্শনীর জন্য ভ্রাম্যমাণ স্টলও রয়েছে। তরুণ বাইক প্রেমীরা ভীড় করছে তাদের পছন্দের বাইক বেছে নিতে।
এবারের রিহ্যাব মেলায় গোল্ড স্পনসর হয়েছে ক্রিডেন্স হাউজিং, শেল্টেক্, ট্রপিক্যাল হোমস, র্যাংগস প্রপার্টিজ ও নাভানা রিয়েল এস্টেট। কো-স্পনসর হিসেবে রয়েছে ১৮টি আবাসন প্রতিষ্ঠান। সেগুলো হচ্ছে এবিসি রিয়েল এস্টেট, আনোয়ার ল্যান্ডমার্ক, এশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট, অ্যাশিউর ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন, আটলান্টিক প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট, সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট, কম্প্রিহেনসিভ হোল্ডিংস, ইস্টার্ন হাউজিং, ইন্সপায়ার্ড ডেভেলপমেন্ট, অনওয়ার্ড ডেভেলপমেন্ট, প্লাটিনাম হোল্ডিংস, পূর্বাচল প্রবাসী পল্লী, র্যানকন রিয়েল এস্টেট, সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট, সেনাকল্যাণ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, সুবর্ণ ভূমি হাউজিং, দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স এবং আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট।
বিনিয়োগবার্তা/ডিএফই//