খেলাধুলা ডেস্ক: হোক প্রীতি ম্যাচ, তবু বর্ণবাদ ইস্যুতে এতটুকু ছাড় নয়। লেডিস কাপ নামে এক প্রীতি টুর্নামেন্টের ম্যাচ খেলতে সম্প্রতি ব্রাজিলিয়ান শহর সাও পাওলোতে গিয়েছিল আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের নারী দল। সেখানেই বর্ণবাদের অভিযোগে আটক হয়েছেন আর্জেন্টাইন ৪ নারী ফুটবলার।
২১ ডিসেম্বর গ্রেমিওর বিপক্ষে ম্যাচে বর্ণবাদে অভিযুক্ত হন ওই চার ফুটবলার। ম্যাচের ফল ১-১ ড্র হলেও রেফারি জয়ী ঘোষণা করেন রিভার প্লেটের প্রতিপক্ষ গ্রেমিওকে।
বর্ণবাদী আচরণের পরই প্রতিবাদে মাঠ ছেড়ে গিয়েছিলেন গ্রেমিও খেলোয়াড়রা। এ ঘটনায় রিভার প্লেটের ছয় ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি।
ম্যাচ থেমে যাওয়ার পরপরই আটক করা হয় সেই চার নারী ফুটবলারকে। আটককৃত ফুটবলাররা হলেন কান্দেলা দিয়াজ, কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো এবং মিলাগরোস দিয়াজ।
সোমবার এই চারজনকে প্রিভেনটিভ ডিটেনশন বা আটকে রাখার নির্দেশ দিয়েছেন ব্রাজিলের একটি আদালত। এ বিষয়ে সাও পাওলোর জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তারা আর্জেন্টাইন নারী ফুটবলারদের ব্রাজিল ছেড়ে যাওয়া ঠেকাতেই আটক রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বিনিয়োগবার্তা/ডিএফই//