Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 27 Dec 2024 11:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকাতায় শুক্রবার (২৭ ডিসেম্বর) থেকে পরের শুক্রবার (০৩ জানুয়ারি) পর্যন্ত ৮দিন ব্যাপী জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় “শাহ্জালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৪” অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবা (২৬ ডিসেম্বর) কোম্পানিটির জেএভিপি অ্যান্ড ইনচার্জ, পিআরডি কে. এম. হারুনুর রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত প্রতিযোগিতা উপলক্ষ্যে ২৬ ডিসেম্বর ২০২৪ইং তারিখে জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় মিডিয়া ব্রিফ্রিং এর আয়োজন করা হয়। মিডিয়া ব্রিফ্রিংয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এ. জেড. খান, টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব) জনাব ইশতিয়াক আহমেদ (কারেন), শাহ্জালাল ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ জনাব কে. এম হারুনুর রশীদ ও জনসংযোগ বিভাগের কর্মকর্তা নজরুল ইসলামসহ বাংলাদেশ টেনিস ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগীয় পর্যায়, জেলা পর্যায় এবং বিশ্বিদ্যালয় থেকে ৩০টি ক্লাব অংশগ্রহণ করবে প্রতিযোগিরা পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক অনূর্ধ্ব-১৮ বছর, বালিকা একক অনূর্ধ্ব-১৮ বছর, বালক একক অনূর্ধ্ব-১৪ বছর এবং বালিকা একক অনূর্ধ্ব-১৪ বছর ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ বলেন, দেশের ক্রীড়া উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিনিয়ত কাজ করে চলেছে। এরই ধারাবাহিকাতায় বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৪ এর প্রধান পৃষ্ঠপোষক শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।

টেনিস খেলায় অন্যান্য দেশের মত বাংলাদেশে ততটা জনপ্রিয়তা অর্জন করেনি। সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টা এবং যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে ক্রিকেট, ফুটবলের মত টেনিস খেলাও এদেশে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিনিয়োগবার্তা/এসএএম//