Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 30 Dec 2024 15:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আজ দুপুর থেকেই শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরুর আগের দিনেই দর্শকরা পড়েন বিড়ম্বনায়। সেটিও ম্যাচের টিকিট নিয়ে। আগে থেকে না জানানোয়, বেশ ভোগান্তিতে পরতে হয় সাধারণ দর্শকদের। কিন্তু এবার সেই বিড়ম্বনা কাটাতে আগে থেকেই ঘোষণা দিয়ে দেয়া হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন পরিবর্তিত হচ্ছে ম্যাচের সময়।

বিসিবির মিডিয়া ডিপার্টমেন্ট থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটা জানানো হয়। যেখানে বলা হয়, ৩১ ডিসেম্বর অর্থাৎ ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি। আর সেকারণেই ৩১ ডিসেম্বরের ম্যাচগুলোর সময়ে আনা হয়েছে পরিবর্তন।

৩১ ডিসেম্বর বিপিএলের দ্বিতীয় দিনে প্রথম খেলায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস। দুপুর ১টা ৩০ এ ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও এ দিন খেলা শুরু হবে বেলা ১২ টায়। দিনের ২য় ম্যাচে মাঠে নামবে আরো দুটি দল সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স। প্রথম ম্যাচের মত এই ম্যাচের সময়ও এগিয়ে দেয়া হয়েছে দেড় ঘন্টা। অর্থাৎ ৬.৩০ টায় শুরু হওয়ার কথা থাকলেও, ম্যাচটি শুরু হবে বিকেল ৫ টায়।

তবে টিকিট নিয়ে দ্বিধা এখনো থাকতে পারে দর্শকদের মাঝে। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বিক্রি হচ্ছে না এবারের বিপিএল আসরের কোন ম্যাচের টিকিট। বরং তা সংগ্রহ করতে হবে মধুমতি ব্যাংকের নির্বাচিত ৭ ব্রাঞ্চ থেকে। ৩১ ডিসেম্বর সাধারণত ব্যাংকের ছুটির দিন। অর্থাৎ বন্ধ থাকবে ব্যাংকের সবগুলো শাখা। আর তাই শুধুমাত্র ৩১ ডিসেম্বরের টিকেটগুলো পাওয়া যাবে মিরপুরের ন্যাশনাল সুইমিং কমপ্লেক্সের বুথে। অর্থাৎ শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের সামনের বুথে পাওয়া যাবে মঙ্গলবারের খুলনা, চিটাগং, রংপুর এবং সিলেটের ম্যাচ টিকিট।

রবিবার টুর্নামেন্টের আগেরদিন টিকেটের দাম এবং কোথায় পাওয়া যাবে, সেগুলো জানিয়ে দেয়া হয় বিসিবির পক্ষ থেকে। বলা হয়, ব্যাংকের সবগুলো শাখা ছাড়াও, টিকেট পাওয়া যাবে বিসিবির অফিশিয়াল ওয়েবসাইটে (www.gobcbticket.com.bd)। 

বিনিয়োগবার্তা/ডিএফই//