বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : হুমায়ূনের আহমেদের কালজয়ী চরিত্র হিমু চরিত্রে টিভি নাটকে দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীকে।হুমায়ূন আহমেদের গল্পে রাজু আলীম নির্মাণ করেছেন ‘রুপার জন্য ভালোবাসা’।
আগামী ১৯ জুলাই সন্ধ্যায় হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে চ্যানেল আইতে প্রচার করা হবে নাটকটি। এতে রুপার চরিত্রে অভিনয় করেছেন টয়া।
চঞ্চল চৌধুরী, টয়া ছাড়াও এতে অভিনয় করেছেন ঈশানা খান, ইকবাল বাবু, রিয়াস হোসেন, শহিদুল আলম সাচ্চু, কাজী উজ্জল, মাহবুব আলম, মুনা চৌধুরী প্রমুখ।
নাটক ও সিনেমার গুরুত্বপূর্ণ অভিনেতা চঞ্চল চৌধুরী সম্প্রতি হুমায়ূন আহমেদের অমর সৃষ্টি মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন ‘দেবী’ চলচ্চিত্রে।
(এম আর / ১৭ জুলাই, ২০১৭)