Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 31 Dec 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জন্য ঘটনাবহুল এক বছর ২০২৪। বছরের শুরুতে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই আওয়ামী লীগ সরকারের অধীনে ‘ডামি’ জাতীয় নির্বাচন হয়। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হয় সাড়ে ১৫ বছরের আওয়ামী শাসনের। বছরের শেষ উল্লেখযোগ্য বড় ঘটনা প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন। বিভিন্ন ঘটনা যেমন সমালোচনার জন্ম দিয়েছে তেমন সংগ্রামের মাধ্যমে এসেছে সাফল্যও।

ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ড

২০২৪ সালের প্রথম দিনে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ড ব্যাপক আলোচনার জন্ম দেয়। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ড. ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।

ডামি’ জাতীয় সংসদ নির্বাচন

৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি-জামায়াতের মতো বড় দলকে বাইরে রেখে অনুষ্ঠিত এ নির্বাচনকে ‘ডামি’ নির্বাচন হিসেবে অবিহিত করেন বিশ্লেষকরা। নির্বাচনে আওয়ামী লীগ ২২৩, স্বতন্ত্র ৬১ ও জাপা ১১ আসনে জয়ী হয়। শূন্য হাতে ফেরে বাকি ২৩টি দল।

বেইলি রোডে ভয়াবহ আগুন

রাজধানীর বেইলি রোডের কেএফসি ভবনের পাশের কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে ভয়াবহ আগুন লাগে। প্রাণ যায় ৪৬ জনের। ভবন ঘিরে বহুবিধ অনিয়ম সামনে আসে। শুরু হয় ‘লোক দেখানো’ অভিযান। ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার আগের মতোই চলছে গোটা শহরের রেস্টুরেন্ট বা ভবন সংক্রান্ত কার্যক্রম।

মেয়েদের সাফ জয়

 

১০ মার্চ সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। নেপালের কাঠমান্ডুতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার নতুন এ ফরম্যাটে চ্যাম্পিয়ন হয় ইয়ারজানরা। এর আগে অনূর্ধ্ব-১৫ ফরম্যাটেও চ্যাম্পিয়ন হওয়ার নজির আছে মেয়েদের।
সোমালিয়ান জলদস্যুদের কবলে ‘এমভি আবদুল্লাহ’

 

১২ মার্চ ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ দখলে নেয় সোমালিয়ান জলদস্যুরা। জিম্মি হন ২৩ বাংলাদেশি। দেশের শীর্ষ শিল্প গ্রুপ কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি দীর্ঘ এক মাসের বেশি সময় পর ১৪ এপ্রিল ৫০ লাখ ডলার মুক্তিপণের বিনিময়ে মুক্ত হয়।

 

সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতি

 

এপ্রিলের শেষের দিকে একটি জাতীয় বাংলাদেশ পুলিশের সবচেয়ে ‘প্রভাবশালী’ খ্যাত বেনজীর আহমেদের দুর্নীতি প্রকাশ পায়। এ ঘটনায় শোরগোল তৈরি হয় দেশজুড়ে। অনুসন্ধানে নামে দুদক। এ প্রতিবেদন প্রকাশের সপ্তাহখানেকের মধ্যেই তিনি দেশ ছেড়ে চলে যান বলে জানা যায়।
ভারতে নিখোঁজ এমপি আনোয়ারুল আজিম

১৩ মে ভারতের কলকাতা থেকে নিখোঁজ হন আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। অনেক নাটকীয় ঘটনার পর ২২ মে সকালে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটের সেপটিক ট্যাংকি থেকে কিছু মরদেহের টুকরো উদ্ধার করে পুলিশ। ধারণা করা হয় ওটাই এমপির মরদেহ। ডিএনএ টেস্টের ফলাফল এখনো মেলেনি।

ঘূর্ণিঝড় রিমাল

২৬ মে সন্ধ্যা থেকে ২৭ মে সকাল নাগাদ বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এতে ৭ জনের মৃত্যু হয়। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সারাদেশে বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে এর আর্থিক মূল্য ৭ হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ ৯ হাজার টাকা বলে জানায় সরকার।
 

মতিউরের ছাগলকাণ্ড

জুন মাসে কোরবানির ঈদ উপলক্ষে ১৫ লাখ টাকায় ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হন তরুণ মুশফিকুর রহমান ইফাত। ফেসবুকে এবং কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, ইফাতের বাসা ধানমন্ডি এবং তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. মো. মতিউর রহমানের ছেলে। পরে আবার তিনি ছেলেকে অস্বীকারও করেন। এরপর একে একে বেরিয়ে আসে তার আরও দুর্নীতি।

কোটা সংস্কার আন্দোলন ও আবু সাঈদকে হত্যা

জুন মাসে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন জুলাইয়ে ভিন্ন রূপ পায়। সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্য উত্তাল হয়ে দেশের শিক্ষাঙ্গন। আন্দোলনকারীদের রুখতে পুলিশের পাশাপাশি মাঠে নামে ছাত্রলীগও। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তার বুক চিতিয়ে দেওয়া আত্মাহুতি বিশ্ব মিডিয়ায়ও নাড়া দেয়। পরে আন্দোলন আরও বেগবান হয়। পুরো সময়ে শহীদ হন কয়েকশ ছাত্র-জনতা।

জামায়াত-শিবির নিষিদ্ধ

১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য এই নিষেধাজ্ঞা বেশিদিন কার্যকর থাকেনি। রাজনৈতিক পটপরিবর্তনে ২৮ আগস্ট সেই প্রজ্ঞাপন আবার বাতিল করে।
 

পদত্যাগ করে শেখ হাসিনার পলায়ন

ছাত্র-জনতার এক দফা আন্দোলনে শেষ পর্যন্ত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন হয় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। হাসিনার বাসভবন গণভবন দখলে নেয় আন্দোলনকারী ও সাধারণ জনতা। সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঢুকে পড়ে জনতা। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন।
 

খালেদা জিয়ার মুক্তি

৬ আগস্ট এক নির্বাহী আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন

৮ আগস্ট শপথ নেয় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। ১৭ জন উপদেষ্টা নিয়ে গঠিত সরকার পরে ২২ জনে দাঁড়ায়। ছাত্র প্রতিনিধিদের মধ্যে থেকে দুজন উপদেষ্টা হিসেবে জায়গা পাওয়া ছিল চমক।

ভয়াবহ বন্যা

টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর। কুমিল্লা, সিলেট বিভাগ, ব্রাহ্মণবাড়িয়াসহ আরও কয়েকটি জেলায়ও বন্যা দেখা দেয়। তবে ফেনী-নোয়াখালীর বন্যায় মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন পর বন্যা হওয়ায় এ অঞ্চলে প্রস্তুতির অভাব ছিল। আকস্মিক এ বন্যায় ক্ষতিও হয়েছে বেশি। এবছর বন্যায় নিহত হয়েছেন ৫৯ জন। ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকার।
সংস্কার কমিটি গঠন

অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ সংস্কার। ৩ অক্টোবর পাঁচটি ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এখন পর্যন্ত গঠন করা হয়েছে মোট ১১টি কমিশন।
 

ছাত্রলীগ নিষিদ্ধ

২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ বিষয়ে গেজেট জারি করা হয়।
এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া

২১ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া ছিল বড় চমক। শারীরিকভাবে দীর্ঘদিন অসুস্থ ও কারাবন্দি থাকায় কোনো অনুষ্ঠানে তাকে বিগত ৬ বছর দেখা যায়নি। সবশেষ ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেন তিনি। খালেদা জিয়া সবশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যান। তখন তিনি বিরোধীদলীয় নেতা ছিলেন।
ইসকন, চিন্ময় দাস ও আইনজীবী হত্যা

রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠান চট্টগ্রামের আদালত। এর আগে থেকেই আলোচনায় ছিল হিন্দু ধর্মভিত্তিক সংগঠন ইসকন। চিন্ময়কে কারাগারে পাঠানো কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম। এ পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ পরে জানায়, হত্যায় জড়িত কয়েকজন চিন্ময়ের অনুসারী। কয়েকজন এরই মধ্যে গ্রেফতারও হয়েছে।
২১ আগস্ট গ্রেনেড হামলার রায় বাতিল

১ ডিসেম্বর বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় বাতিল করেন আদালত। ২০০৪ সালের এ হামলায় ২৪ জন নিহত হন। বিচারিক আদালতের দেওয়া সাজা থেকে মুক্তি পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যরা।

মেঘনা নদীতে জাহাজে সাত খুন

২৩ ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীতে সারবোঝাই জাহাজে দুর্বৃত্তদের হামলায় ৭ জন মারা যান। নদীর ঈশানবালা এলাকায় থেমে থাকা এমভি আল বাকেরা থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের কুপিয়ে হত্যা করে। দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সচিবালয়ে আগুন

২৫ ডিসেম্বর গভীর রাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুন লাগে। এতে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের অনেক নথি পুড়ে গেছে। আগুন কীভাবে লাগলো সে রহস্য এখনো উদ্ঘাটন হয়নি।

বিনিয়োগবার্তা/এসএএম//