Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 08 Jan 2025 23:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং পিএলসির নতুন চেয়ারম‌্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ দুই পদে নিয়োগ সম্পন্ন করেন।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির নতুন চেয়ারম‌্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তফা তাহির আরশাদ। আর কোম্পানিটির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুব উর রহমান। গত ৩১ ডিসেম্বর থেকে তারা দুইজন কোম্পানিটির চেয়ারম‌্যান ও এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কোম্পানিটির পর্ষদ সভায় নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগের প্রস্তাব পাস করা হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//