Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 09 Jan 2025 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ব জনতা ব্যাংক এস আলম গ্রুপের দুটি কোম্পানির বিরুদ্ধে খেলাপি ঋণের প্রায় পৌনে চার হাজার কোটি টাকা আদায়ে সম্পত্তি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগ ঠেকাতে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ।

বুধবার (০৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটি নিলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানায়।

আলোচ্য দুই কোম্পানির মধ্যে একটি হলো এস আলম কোল্ড রোল্ড স্টিলস, যা শেয়ারবাজারে তালিকাভুক্ত।

এর আগে ৫ জানুয়ারি, সম্পত্তি নিলামের বিষয়টি সম্পর্কে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটিকে একটি চিঠি প্রেরণ করে। চিঠির জবাবে এস আলম কোল্ড রোল্ড স্টিলস কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়ে অবহিত করে।

কোম্পানিটি জানিয়েছে, তারা নিয়ন্ত্রণের বাইরে থাকা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে এবং এর ফলে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইতোমধ্যে কোম্পানির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং নতুন ঋণপত্র খোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। এসব কারণে কোম্পানির কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে বর্তমানে উৎপাদন ও বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এস আলম গ্রুপ জানিয়েছে, জনতা ব্যাংক ২ হাজার ৩ কোটি টাকার খেলাপি ঋণের বিপরীতে তাদের সম্পত্তি নিলামে তোলার ঘোষণা দিয়েছে। যদিও কোম্পানির ব্যবসায় সরাসরি ক্ষতি হবে না বলে তারা দাবি করেছে, তথাপি এই নিলাম রোধে ব্যাংকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের পূর্বাভাস দিয়েছে। কোম্পানি পরবর্তীতে এ ব্যাপারে ডিএসইকে বিস্তারিত তথ্য জানাবে।

জনতা ব্যাংক সূত্রে জানা যায়, এস আলম সুগার রিফাইন্ড ইন্ডাস্ট্রির কাছে ব্যাংকের পাওনা ১ হাজার ৭৭৭ কোটি টাকা, এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলসের কাছে ২ হাজার ৩ কোটি টাকা।

আলোচ্য দুই কোম্পানির প্রতি ব্যাংকের মোট পাওনা ৩ হাজার ৭৮০ কোটি টাকা, যা বর্তমানে খেলাপি ঋণে পরিণত হয়েছে। ব্যাংকটি নিয়ম অনুযায়ী খেলাপি ঋণ আদায়ের উদ্দেশ্যে বন্ধকী সম্পত্তি নিলামে তুলেছে, এবং এই নিলামের বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশিত হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//