Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 09 Jan 2025 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তাদের জন্য গঠিত বিশেষ তহবিল থেকে ৫ শতাংশ সুদে দেওয়া ঋণ নিয়মিত আদায়ে উৎসাহিত করতে ১ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহক নিয়মিত ঋণ আদায় বা পরিশোধ করবে তাদের প্রত্যেককে এ প্রণোদনা দেওয়া হয়। নারী উদ্যোক্তাদের ঋণ-আদায় বাড়াতে চলতি বছরেও এ প্রণোদনা সুবিধা অব্যাহত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কোনো ঋণখেলাপি গ্রহীতা এই প্রণোদনা পাবেন না। তবে ঋণের নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন করা হলে তার বিপরীতে প্রণোদনা দেওয়া যাবে। নারী উদ্যোক্তাদের কাছ থেকে ঋণ আদায় বাড়াতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহকদের উৎসাহিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়, আগে জারি করা নির্দেশনা অনুযায়ী নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ সুদ বা মুনাফায় বিতরণ করা ঋণ বা বিনিয়োগের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে, যথাসময়ে সমন্বয় বা আদায় বা পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রাহক প্রত্যেককে ১ শতাংশ হারে প্রণোদনা সুবিধা প্রদান করা হয়। এই সুবিধার মেয়াদ ছিল ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এমন পরিস্থিতিতে পুনঃঅর্থায়ন স্কিম হতে বিতরণ করা ঋণ বা বিনিয়োগের বিপরীতে এই প্রণোদনা সুবিধা ২০২৫ সালে ১ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিনিয়োগবার্তা/ডিএফই//