নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। লিভার সিরোসিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকা ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আপাতত সেখানেই চিকিৎসা নেবেন। লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর গতকালই তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।
লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন খালেদা জিয়া। সেখানেই উনার চিকিৎসা শুরু হয়েছে।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে আসা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার রক্তনালিতে সফল অস্ত্রোপচার হয়। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেয়।
চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে গত ৭ জানুয়ারি রাত ১১টা ৪৬ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। কাতারের দোহা হয়ে লন্ডন পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান তার বড় পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।
উড়োজাহাজ থেকে নামার পর খালেদা জিয়াকে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান। এ সময় যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান।
খালেদা জিয়ার সঙ্গে তার মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য লন্ডনে গেছেন। তারা হলেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিক, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন। এছাড়া সঙ্গে গেছেন তার ছোট পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। খালেদা জিয়ার সফরসঙ্গী হয়েছেন উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।
বিনিয়োগবার্তা/ডিএফই//