নিজস্ব প্রতিবেদক: সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিবিধ ফি ও চার্জ আদায়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সোনালী ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
সচিবালয়ে গতকাল এক অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদার ও সোনালী ব্যাংকের ডিএমডি সুভাষ চন্দ্র দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনিরুল আলম ও সিস্টেম অ্যানালিস্ট মিহির কান্তি সরকার এবং সোনালী ব্যাংকের জিএম মো. মনিরুজ্জামান ও ডিজিএম মো. আমিনুর রহমান খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//