Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 09 Jan 2025 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) বুধবার (৮ জানুয়ারি ২০২৫) “সাম্প্রতিক সিকিউরিটিজ আইন সংশোধন: কর্পোরেট গভর্ন্যান্স বিষয়ে গুরুত্বারোপ” শীর্ষক সিপিডি ওয়েবিনার আয়োজন করে।

ওয়েবিনারে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড  এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর  পরিচালক মো. আবুল কালাম কর্পোরেট গভর্ন্যান্স এবং অন্যান্য চলমান কমপ্লায়েন্স সম্পর্কিত সিকিউরিটিজ আইনের সাম্প্রতিক সংশোধনী বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আইসিএসবি-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএস ওয়েবিনারে  স্বাগত বক্তব্য প্রদান করেন এবং মোহাম্মদ হারুন-আর-রশীদ এফসিএস, কাউন্সিল  সদস্য ও প্রফেশনাল ডেভেলপমেন্ট সাব  কমিটি (পিডিএসসি)-এর সদস্য সিপিডি ওয়েবিনারে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিএসবি-এর কাউন্সিল  সদস্য ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস।
 
আইসিএসবি-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএস স্বাগত বক্তব্যে ওয়েবিনারে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে পিডিএসসি-এর উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বিএসইসি-এর পরিচালক মো. আবুল কালাম এর উপস্থিতি ও অন্তর্দৃষ্টিপূর্ণ প্রবন্ধ উপস্থাপনার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আজকের এই ওয়েবিনার কোম্পানি সেক্রেটারী এবং সিএস প্র্যাকটিশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; যার মাধ্যমে তারা বিএসইসি-এর সর্বশেষ নীতিমালা ও বিধিমালা সম্পর্কে হালনাগাদ তথ্য সম্পর্কে জানতে পারবে।

মোহাম্মদ হারুন-আর-রশীদ এফসিএস তার বক্তব্যে পিডিএসসি-এর সদস্যবৃন্দকে সময়োপযোগী ওয়েবিনার আয়োজনের জন্য ধন্যবাদ জানান। ওয়েবিনারের মূল প্রবন্ধ উপস্থাপক মো. আবুল কালামকে তার অনন্য প্রবন্ধ উপস্থাপন ও দিক নির্দেশনামুলক আলোচনার জন্য ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে, এখন থেকে আইসিএসবি নিয়মিত সিপিডি সেমিনার এবং ওয়েবিনারের আয়োজন করবে।

বিএসইসি-এর পরিচালক মো. আবুল কালাম "সাম্প্রতিক সিকিউরিটিজ আইন সংশোধন:  কর্পোরেট গভর্ন্যান্স বিষয়ে গুরুত্বারোপ"  শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপনের সময় কর্পোরেট গভর্ন্যান্স কোডের সংশোধনী,  বিএসইসি (কমোডিটি এক্সচেঞ্জ) বিধি,  ২০২৩ এবং বিএসইসি (রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড) বিধি, ২০২৪ নিয়ে আলোচনা করেন।

তিনি বার্ষিক প্রতিবেদন দাখিল, ‘জেড ক্যাটাগরি কোম্পানি’এর পুনঃসংজ্ঞায়ন,  বিভিন্ন ক্যাটাগরির কোম্পানির স্থানান্তর এবং সামঞ্জস্য, বোনাস শেয়ার এবং স্টক ডিভিডেন্ড, হাইব্রিড এজিএম এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এজিএম, ইজিএম এবং বোর্ড অব ডিরেক্টরস সভা পরিচালনা সম্পর্কিত বিষয়ে আলোকপাত করেন। এছাড়া, সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ এবং মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই)  প্রকাশ সম্পর্কিত বিষয়েও আলোচনা করেন।

অনুষ্ঠানে আইসিএসবি-এর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। আলোচনার শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে মূল প্রবন্ধ উপস্থাপক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পরিশেষে, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ওয়েবিনার এর পরিসমাপ্তি ঘোষণা করেন, যেখানে তিনি প্রবন্ধ উপস্থাপক, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, সেশন চেয়ারম্যান, আইসিএসবি-এর কাউন্সিল সদস্যবৃন্দ, অফিস বিয়ারার প্রাক্তন প্রেসিডেন্ট, এবং আইসিএসবি-এর সকল সদস্য ও ওয়েবিনারে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

বিনিয়োগবার্তা/ডিএফই//