ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়টি অস্বীকার করা নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তার পদত্যাগের বিষয়টি জানিয়েছে।
টিউলিপ নিজেও তার এক্স হ্যান্ডেলে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে ছিলেন তিনি। টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।
বিনিয়োগবার্ত্/এসএএম//